
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সকল দোকান মালিকদের নিয়ে বোচাগঞ্জ উপজেলা দোকান মালিক সমিতির কমিটি গঠন ও অস্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ মার্চ সোমবার রাত ৮ টায় সেতাবগঞ্জ বাজারের এম হাবিব সুপার মার্কেটের ৩য় তলায় বোচাগঞ্জ উপজেলা দোকান মালিক সমিতির পরিচিতি সভা ও অস্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভা, বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় ২১ সদস্য বিশিষ্ট দোকান মালিক সমিতির সভাপতি মোঃ মোর্শেদ মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হাবীব তুষার, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিনুর রহমান, কার্যকরী এস এম বাবু প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সভাপতি মোঃ মোর্শেদ মতিন চৌধুরী উপজেলার সকল ব্যবসায়ীদের যে কোন সমস্যায় দোকান মালিক সমিতি তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এবং সকল দোকান মালিক কে সমিতির সদস্য ফর্ম গ্রহন করে সদস্য হওয়ার আহবান জানান।