সাপাহারে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিবেদক  (নওগাঁ)
প্রকাশের সময়: শনিবার, ৯ মার্চ, ২০২৪ । ৪:৫৬ অপরাহ্ণ
 নওগাঁর সাপাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারে ১২টার সময় বিদ্যালয় ছুটি হলে রাস্তা পাড়াপাড়ের সময় এই ঘটনা ঘটেছে নিহত শিশু শিক্ষার্থী চকগোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
নিহত কুলসুম চকগোপাল গ্রামের কামাল হোসেনের মেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানজমা খাতুন জানান দুপুর বারোটার সময় বিদ্যালয় ছুটি হলে প্রথম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সবাই একসাথে বাড়ি যেতে শুরুকরে অন্যান্য শিশুদের মত কুলসুম সারা গাছি- মহাদেবপুর সড়ক পাড়াপাড়ের সময় সারাগাছির থেকে ছেড়ে আসা মহাদেবপুর গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট – ১৮-৪৫৯৯) এই সময় চাপা দেয় এবং ঘটনা স্থলেই মৃত্যু হয়।
সাপাহার থানা অফিসার ইনচার্জ (ওসি) পলাশচন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিহত শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার করা হয়েছে ঘাতক ড্রাইভার ট্রাকটি নিয়ে পালিয়ে যায় এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উত্তরের কন্ঠ /   এ,এস
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন