
দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহিনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ৯ মার্চ ২০২৪ বিকালে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের উচিতপুর গ্রামের (থানা প্রাচীর সংলগ্ন) মৃত সোহরাব হোসেনের পুত্র মাদক ব্যবসায়ী মো. শাহিন (৩৩) এর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ হাসিবুল হাসান নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে এ গাঁজা আটক করা হয়। আটককৃত আসামি কাহারোল থানা হেফাজতে রয়েছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।