নিবন্ধন হারানোর ঝুঁকিতে কারওয়ান বাজার আড়ৎ ব্যবসায়ী সমিতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ । ১২:০৭ অপরাহ্ণ
কারওয়ান বাজার (পুরোনো ছবি)

রোজা শুরুর আগেই কাঁচামালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়ে কমিটির পক্ষ থেকে কোনো কার্যক্রম গ্রহণ না করায় কাওরান বাজার কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী মালিক সমিতির নিবন্ধন বাতিলের সুপারিশ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিউজ্জামান এই ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছেন।

বুধবার (১২মার্চ) চিঠিটি দেওয়া হয়েছে বলে জানা গেছে৷

 আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে কাঁচামালের দাম বৃদ্ধির বিষয় নিয়ে ব্যবসায়ী সমিতির সভাপতিকে চিঠি দেওয়া হয়েছিল।

ঢাকা মেইলের হাতে আসা এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গত ১১ মার্চ কারওয়ান বাজারে নিত্যপ্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে বাজারে কাঁচামালের সরবরাহ ও মূল্যবৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে। উক্ত অনিয়মের বিষয়ে ব্যাখ্যা দিতে কারওয়ান বাজার কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতিকে চিঠি দেওয়া হয়।

এতে বলা হয়, সভাপতিকে দেওয়া চিঠির প্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান অধিদফতরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য প্রদান না করে মৌখিক বক্তব্য প্রদান করেন। বাজার তদারকিকালে প্রাপ্ত অনিয়মের বিষয়ে তিনি যে মৌখিক বক্তব্য প্রদান করেন তা সন্তোষজনক নয়। তার বক্তব্যে প্রতীয়মান হয়েছে তিনি রমজানের পূর্বে কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে কমিটির পক্ষ থেকে কোনো কার্যক্রম গ্রহণ না করে বরং হঠাৎ করে মূল্যবৃদ্ধির পক্ষে অযৌক্তিক যুক্তি তুলে ধরেছেন।

এমতাবস্থায় আসন্ন পবিত্র রমজানসহ সারাবছর কাঁচামাল সরবরাহ স্বাভাবিক রাখা ও যৌক্তিক মূল্য নিশ্চিত করার লক্ষ্যে কারওয়ান বাজার কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী মালিক সমিতির নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করা হলো।

উত্তরের কণ্ঠ /এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন