শিবগঞ্জে বাসের ধাক্কায় ২ নিহত

জেলা প্রতিবেদক, বগুড়া
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ । ২:৩৭ অপরাহ্ণ

বগুড়ার শিবগঞ্জে গরুর হাটে যাওয়ার পথে বাসের ধাক্কায় ভটভটিতে থাকা দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। তারা হলেন উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে আবুল কাশেম (৬৫) এবং একই এলাকার মৃত ময়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে জাহিদুল ইসলাম (৫৬)।

তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই বলে জানা যায়। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের চণ্ডীহারা অমরাপুরি এলাকায় এ দুর্ঘটনায় তারা নিহত হন। জানা যায়, ভটভটিতে করে বগুড়ার একটি গরুর হাটে যাওয়ার পথে চণ্ডীহারার অমরাপুরি এলাকায় পৌছালে রংপুরের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ভটভটিকে ধাক্কা দিলে আবুল কাশেম ও জাহিদুল ইসলাম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী জানান, ‘ভটভটিকে কোনো গাড়ি ধাক্কা দিয়েছে কিনা জানা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিস্তারিত জানাতে পারব। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন