ব্যাটিং অনুশীলনে পা ভাঙলো, আইপিএল শেষ অজি পেসারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ । ৯:২৪ অপরাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য নিজেকে প্রস্তুত করতে অনুশীলন করছিলেন জেসন বেহেনড্রফ। গত বৃহস্পতিবার অনুশীলনের সময় পায়ে আঘাত পান এই অজি। সেই চোটে আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই পেসার।

ভারতে রওনা দেওয়ার আগে পার্থের ওয়াকা গ্রাউন্ডে অনুশীলন করছিলেন বেহেনড্রফ। ব্যাটিং অনুশীলন করতে গিয়ে প্যাড ফাঁকি দিয়ে বল সরাসরি আঘাত করে তার অ্যাঙ্কেলের একটু ওপরে। এরপর দেখা যায় বাঁ পায়ের হাড় ভেঙে গেছে। এই চোট কাটিয়ে মাঠে ফিরতে আট সপ্তাহ সময় লাগবে।

ফলে আইপিএলের আসন্ন আসরে আর খেলা হচ্ছে না তার। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার খেলা নিয়েও শঙ্কা আছে।

৩৩ বছর বয়সী বেহেনড্রফ গত মাসেই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ও ভারত সফরে ভালো করার পুরস্কারই পেয়েছিলেন এই বাঁহাতি পেসার।

বেহেনড্রফকে পাওয়া যাবে না এটা নিশ্চিত হয়েছে মুম্বাইও। তাই ইতোমধ্যেই এই অজি পেসারের বিকল্প হিসেবে নতুন খেলোয়াড়ও দলে টেনেছে মুম্বাই। ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডকে দলে টেনেছে হার্দিক পান্ডিয়ার দল।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন