
কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার চারদিন পার হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়নি। দুর্ঘটনার ১৪ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা গেলেও আপ লাইনে ট্রেন চলাচল শুরু করতে আরও দু-দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার (২০ মার্চ) বিকেলে এসব তথ্য জানিয়েছেন নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মঙ্গি মারমা।
তিনি জানান, বুধবার বিকেল পর্যন্ত লাইনচ্যুত নয়টি বগির মধ্যে আটটি বগি উদ্ধার করা হয়েছে। আরও একটি বগি বৃহস্পতিবারের মধ্যে উদ্ধার কাজ শেষ হবে। তবে ক্ষতিগ্রস্ত আপ লাইনের মেরামত কাজ এখনো শেষ হয়নি। আগামী শুক্রবারের মধ্যে আপ লাইনের ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার লাইন মেরামতের কাজ শেষ হবে। তখন থেকে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। অপরদিকে আপ লাইন দিয়ে সকল ট্রেন চলাচল করায় ট্রেন শিডিউলে প্রভাব পড়েছে।