মুদি দোকানে মিলল ২ হাজার কেজি সরকারি চাল

জেলা প্রতিবেদক, বগুড়া
প্রকাশের সময়: বুধবার, ২০ মার্চ, ২০২৪ । ৯:২৭ অপরাহ্ণ

বগুড়া সদরে ফটু মিয়া নামে এক মুদি দোকানির কাছে থেকে ২ হাজার কেজি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম। এ ঘটনায় চাল মজুতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই মুদি দোকানিকে আটক করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাঘোপাড়া বন্দরের সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের নেতৃত্ব এ অভিযান চালানো হয়।

আটক ফটু মিয়া (৫০) বাঘোপাড়ার বাসিন্দা। এ ছাড়া স্থানীয় আরও তিন যুবক ইমরান, সিরাজুল ও নূর আলমের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে আদালত সূত্র জানিয়েছে।

এসব বিষয় নিশ্চিত করে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঘোপাড়ায় ফটু মিয়ার মুদী দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওইসময় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ৩৯ বস্তায় প্রায় ২ হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে৷ আর মুদী দোকানি ফটু মিয়া আটক হয়েছেন।

এ ঘটনায় নিয়মিত মামলার নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য চাল মজুতের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে খাদ্য বিভাগ ও পুলিশ ব্যবস্থা নেবে। এ ছাড়া জব্দ করা চাল আদালতের নির্দেশে চাল বিতরণের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন