
ঝালকাঠির রাজাপুরে ট্রান্সফর্মার চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি তাদের কাছ থেকে ১৩ কেজি তামার তার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার পশ্চিম ফুলহার গ্রামের মৃত আয়েন আলী খানের ছেলে দলিল উদ্দিন ওরফে ধলু (৫৫) ও বড় কৈবর্তখালী গ্রামের হানিফ ঘড়ামীর ছেলে ইসা ঘড়ামী (৪৫)। তাদের বিরুদ্ধে রাজাপুর পল্লী বিদ্যুতের এজিএম (ওএন্ডএম) মধুসূদন রায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
চলতি বছরের জানুয়ারি মাসে দুইটি, ফেব্রুয়ারি মাসে তিনটি ও চলতি মার্চ মাসে এ পর্যন্ত সাতটি ট্রান্সফর্মার চুরি হয়েছে। সাড়ে ৩৭ কেবি ট্রান্সফর্মারের দাম প্রায় এক লাখ ৩০ হাজার, ২৫ কেবি ট্রান্সফর্মারের দাম প্রায় এক লাখ টাকা, ১৫ কেবি ট্রান্সফর্মারের দাম প্রায় ৭৯ হাজার টাকা, ১০ কেবি ট্রান্সফর্মারের দাম প্রায় ৬৫ হাজার টাকা ও ৫ কেবি ট্রান্সফর্মারের দাম প্রায় ৪০ হাজার টাকা। চুরি হওয়ায় বর্তমানে চারটি স্থানের ট্রান্সফর্মার না থাকায় দুই শতাধিক পরিবার বিদ্যুৎহীন রয়েছে। চুরি হওয়া স্থানে নতুন করে ট্রান্সফর্মার স্থাপন করতে গ্রাহকদের টাকায় নতুন ট্রান্সফর্মার কিনতে হচ্ছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি ট্রান্সফর্মার চুরির ঘটনার অভিযোগে পুলিশ অভিযান চালায়। একপর্যায়ে তাদের দুজনকে আটক করে এবং ট্রান্সফর্মারের ১৩ কেজি তামার তার উদ্ধার করা হয়। আসামিদের বুধবার দুপুরে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।