ব্যাটিং বিপর্যয়ে অল্প রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ । ১১:৫৬ পূর্বাহ্ণ

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর আজ সফরকারীদের বিপক্ষী মাঠে নেমেছে ধবলধোলাই এড়ানোর লক্ষ্য নিয়ে। মিরপুরে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক অ্যালিস হিলি। তবে আগে ব্যাট করতে নেমে আজও সুবিধা করে ওঠতে পারেনি স্বাগতিকরা। ব্যাটিং বিপর্যয়ে পড়ে আজও নিগার সুলতানা জ্যোতিরা অল আউট হয়েছে দলীয় সংগ্রহ একশ হওয়ার আগেই। অজিদের বোলিং তোপে টাইগ্রেসরা গুটিয়ে গেছে ২৬.২ ওভারে ৮৯ রানেই।

টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা আজও হয়েছে বাজে। ম্যাচের দ্বিত্য ওভারেই আউত হন ওপেনার সুমাইয়া আক্তার। দলীয় রানের খাতা খোলার আগেই এক ওপেনার বিদায় নেয়ার পর আরেক ওপেনার ফারজানা হক বিদায় নেন দলীয় ৮ রানেই।

এরপর একে একে ব্যর্থ হয়েছেন রিতু মনি, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুনরা।

বিস্তারিত আসছে…

উত্তরের কন্ঠ /এ,এস
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন