ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ । ১২:০৫ অপরাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২ হাজার ৩২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। গ্রেফতারকৃতরা হলেন- ইমরান শেখ (৩৬) ও ইউনুস (২৪)।

মঙ্গলবার (২৬ মার্চ) রাতে মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিনি. সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনি. এএসপি শিহাব করিম।

তিনি জানান, হুমায়ুন রোড এলাকায় ৩ থেকে ৪ জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক (ইয়াবা) বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদের প্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। এসময় দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে গাড়ির ড্রাইভার ও স্টাফ বলে পরিচয় দেন। তারা জিজ্ঞাসাবাদে প্রথমে মাদকের বিষয়টি কৌশলে এড়িয়ে যান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছে ইয়াবা আছে বলে স্বীকার করেন। পরে তাদের পরিহিত প্যান্টের নিচে দুই রানের সাথে টেপ দিয়ে পেঁচানো ২ হাজার ৩২৫ পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃতরা র‌্যাবকে জানায়, রাজধানীসহ আশপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদক ক্রয় করেন তারা। এরপর তা রাজধানীসহ আশপাশের জেলায় বেশি দামে বিক্রি করে আসছিলেন।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

উত্তরের কন্ঠ /এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন