শাজাহানপুরে গোহাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার অনুষ্ঠিত

উপজেলা প্রতিবেদক (বগুড়া )
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ । ১২:৩৬ অপরাহ্ণ
 বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে এতিম ও হাফেজদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা, স্বাধীনতা যুদ্ধের শহীদের স্বরণে এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের বিভিন্ন ন্যায় সংগত আন্দলোন, গণতন্ত্র পুনঃ উদ্ধার আন্দলোনে আহত ও নিহতদের আত্মার শান্তি কামনায় ১লা এপ্রিল সোমবার গোহাইল ইউনিয়নের গোহাইল দারুল কোরান হাফেজিয়া মাদ্রাসায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পুর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বগুড়া জেলা বিএনপির সাবেক কৃষি বিষায়ক সম্পাদক, শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক উজ্জল শিবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহ সভাপতি আজাদুর রহমান।
গোহাইল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল বাসেদের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপিনেতা মিজানুর রহমান মতিন কাজীর সার্বিক ব্যাবস্থাপনায় ইফতার মাহফিলে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন গোহাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তোতা, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক নুর আলম, সহ দপ্তর সম্পাদক রায়হান আলী, ছাত্র বিষায়ক সম্পাদক তরিকুল ইসলাম, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম, আড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন, আশিক, বাবু। গাহাইল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম তোতা, বিএনপি নেতা জাহাংগীর আলম সেলিম, মোশাররফ হোসেন, যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সেলিম।
এতিম শিশু, হাফেজ ও রোজাদারদের সাথে নিয়ে ইফতারের পুর্বে জিয়া পরিবারের মংগল কামনা, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও শারিরিক সুস্থতা, দেশ নায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে বিশেষ দোয়া মুনাজাত করেন গোহাইল হাফেজি মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আশারাফুল ইসলাম।
উত্তরের কন্ঠ /এ,এস
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন