শিবগঞ্জে পউস ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

জেলা প্রতিবেদক, বগুড়া
প্রকাশের সময়: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ । ২:১১ অপরাহ্ণ

বগুড়ার শিবগঞ্জে পউস ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও অতিদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

বুধবার সকাল ১১ টায় সংস্থার প্রধান কার্যালয় গুজিয়াতে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পউস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ বুলবুল আহম্মেদ বুলু।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সুলতান আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন পউস এর উপ পরিচালক আব্দুল মোমিন মুন্নু, সিনিয়ন অডিট অফিসার নুরুনন্নবী ইসলাম, সিনিয়ন আইটি অফিসার আইয়ুব আলী, এরিয়া ম্যানাজার আব্দুল মোমিন, সিনিয়র হিসাব কর্মকর্তা আঃ মোমিন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায়, অতিদরিদ্র মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ও গাছের চারা বিতরন করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন