
রোজার শেষ দিন আজ। কাল (বৃহস্পতিবার) ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। এই ঈদকে ঘিরে রাজধানীর বিভিন্ন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে বাড়িফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেলেও এবারের চিত্র ভিন্ন। ট্রেন স্টেশনে ভিড় লক্ষ্য করা গেলেও বাস বা লঞ্চে সেরকম ভিড় চোখে পড়েনি। বিশেষ করে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল যাত্রী সংকটে ধুঁকছে বলে জানান কাউন্টারের কর্মচারীরা।
বুধবার (১০ এপ্রিল) গাবতলী বাস টার্মিনালে গিয়ে যাত্রী সংকট দেখা গেছে। দেখা যায়নি গাবতলীর চিরচেনা সেই চিত্র। পদ্মা সেতু ও লোকাল বাসের প্রভাবে এমন পরিস্থিতি বলে জানিয়েছেন কাউন্টারের কর্মচারীরা।
এক প্রশ্নের জবাবে মো. মাসুদ বলেন, পদ্মা সেতুর প্রভাব পড়েছে গাবতলীতে। এক সেতুতেই গাড়ি ও যাত্রী কমেছে কয়েকগুণ। আমাদের গোল্ডেন লাইনও গাবতলী থেকে বিভিন্ন রুটের গাড়ি বন্ধ করে দিয়েছে। এখন আমাদের বেশিরভাগ গাড়ি যাত্রাবাড়ী ও সায়দাবাদের ওই রুটে পদ্মা সেতু দিয়ে চলাচল করে। এ ছাড়া লোকাল বাসে ভেঙে ভেঙেও যাচ্ছেন যাত্রীরা। এই রুটে পদ্মা সেতুর মতো বিকল্প ব্যবস্থা না করলেও ভবিষ্যতে আরও যাত্রী ও বাস সংকটে পড়তে হবে।
সেলফী পরিবহনের চালক খোরশেদ জানান, তারাও যাত্রী সংকটে পড়েছেন। তিনি বলেন, গাড়ি ফাঁকা রেখেই পাটুরিয়া যাচ্ছি। অন্যবারের মতো এবার যাত্রী নেই বলে জানান তিনি। গাবতলী থেকে ২০০ টাকা ভাড়ায় পাটুরিয়া পর্যন্ত যায় সেলফী পরিবহন।