
দিনাজপুরের বীরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩১ সনকে বরণ করে নিতে বর্ণিল আয়োজনে বীরগঞ্জ উপজেলায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রার উদ্বোধন করেন, বীরগঞ্জ কাহারোল আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা । উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ফজলে এলাহী ।
শোভাযাত্রাটি বীরগঞ্জ উপজেলা চত্তর থেকে শুরু করে বীরগঞ্জ পৌরশহরের শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল সাজে বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিভিন্ন পোশাকে সজ্জিত হয়। শোভাযাত্রায় হাতি, ঘোড়া, প্যাঁচা, জাতীয় পাখি দোয়েল স্থান পেয়েছে। শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এসময় উপজেলা সকল শ্রেনির কমকর্তা কর্মচারি ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বাংলা নববর্ষ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রাঙ্গণে লোকজ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উদ্যোক্তারা বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক, পণ্য সামগ্রী নিয়ে পসরা সাজিয়েছে।
উত্তরের কন্ঠ /এ,এস