আন্তর্জাতিক ক্রিকেটকে সুনীল নারাইন বিদায় জানিয়েছেন গত বছরের নভেম্বরে। অবশ্য জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজের জার্সি সবশেষ গায়ে চাপিয়েছিলেন তারও আগে, ২০১৯ সালে। তবে বিশ্বজুড়েই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই খেলে যাচ্ছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। গতকাল কলকাতা নাইট রাইডার্সের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে বিধ্বংসী শতক হাঁকিয়েছেন তিনি। এরপর থেকেই তাঁর আবার জাতীয় দলের জার্সিতে ফেরার গুঞ্জণ ওঠেছে।
এবারের আসরে কলকাতার জার্সিতে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন নারাইন। আসরে কেকেআরে জার্সিতে সবথেকে রানই করেছেন তিনি, তাঁর ব্যাট থেকে এসেছে ২৭৬ রান, স্ট্রাইক রেটও দুর্দান্ত, ১৮৭.৭৫।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে বসেই উপভোগ করার কথা ছিল ক্যারিবীয় এই অলরাউন্ডার। দিন তিনেক আগে এমনটাই জানিয়েছিলেন তিনি। তবে গতকালের শতকের পর পরিস্থিতি বদলেছে। বোলিংয়ে তো তিনি সিদ্ধহস্ত ছিলেন আগে থেকেই, এখন ব্যাট হাতেও মারকুটে ইনিংস খেলেন তিনি, তাই বিশ্বকাপে ক্যারিবীয় দলের বড় সংযোজন হতে পারেন তিনি।
তবে নারাইন নিজে কি ভাবছেন? আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরিকল্পনা কি আছে তাঁর? গতকাল এমন প্রশ্ন করা হয়েছিল তাঁকে। তবে সরাসরি কোনো জবাব দেননি এই তারকা, বলেন, দেখা যাক, কি অপেক্ষা করছে ভবিষ্যতে।
নারাইন এখনো বিশ্বকাপে খেলার ব্যাপারে নিশ্চিত নন, তবে গত এক বছর থেকেই নাকি দলে ফেরানোর জন্য নানা কায়দা কানুন করে যাচ্ছেন ক্যারিবীয়দের টি-টোয়েন্টি অধিনায়ক রোভম্যান পাওয়েল। এমনকি বলিয়েছেন কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোদের দিয়েও।
গতকাল ম্যাচ শেষে পাওয়েল বলেন, ‘সর্বশেষ ১২ মাস ধরে নারাইনের কানে ফিসফিস করে বলছি, সে কারও কথা শুনছে না। আমি কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরানকেও বলেছি। আশা করছি, দল নির্বাচনের আগে তারা তাকে রাজি করাতে পারবে।