ইউক্রেন যুদ্ধে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ । ২:০০ অপরাহ্ণ

ইউক্রেন সঙ্গে দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে এ সংখ্যা নিয়ে রুশ কর্তৃপক্ষ কোনো কথা বলেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই মৃত্যুর সংখ্যা গণনা করে আসছে বিবিসি রাশিয়ান, স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা।

রাশিয়ার কবরস্থানে সৈন্যদের কবর, বিবিসির নিজস্ব প্রতিবেদন, পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো উন্মুক্ত উৎস থেকে পাওয়া তথ্য এই পরিসংখ্যান তৈরিতে ব্যবহার করা হয়েছে।

বিবিসি জানায়, দুই বছরের যুদ্ধে রুশ সেনা নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। যুদ্ধের প্রথম বছরে যত সেনা নিহত হয়েছে, তার চেয়ে পরবর্তী বছরে ২৫ শতাংশ সেনা বেশি নিহত হয়েছে। দ্বিতীয় বছরে রুশ সেনা নিহত হয়েছে ২৭ হাজার ৩০০ জনের বেশি।

রুশ সেনা নিহত হওয়ার এই পরিসংখ্যানে রাশিয়া অধিকৃত দোনেৎস্ক ও লুহানস্কে নিহত মিলিশিয়াদের সংখ্যা অন্তর্ভুক্ত নয় বলে বিবিসি জানিয়েছে। সেগুলো হিসাবে নিলে সেনা মৃত্যুর অনেক বেশি হবে।

যদিও ৫০ হাজারের বেশি সৈন্য নিহত হওয়ার তথ্য রাশিয়া কখনো স্বীকার করেনি। রাশিয়া গত বছরের সেপ্টেম্বরে যে হিসাব দিয়েছিল, সেই তুলনায় বিবিসির এ উপাত্ত আট গুণ বেশি

একইভাবে ইউক্রেনও যুদ্ধে তাদের সেনা নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি। এ বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, যুদ্ধের দুই বছরে তাদের ৩১ হাজার সেনা প্রাণ হারিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্য বিশ্লেষণ করে বিবিসি বলেছে, সেনা নিহতের প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ সেনারা ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি। সে হিসাবে চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই বছর পেরিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

উত্তরের কন্ঠ /এ,এস

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন