চুয়াডাঙ্গায় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) রাজশাহী রেলস্টেশন থেকে খুলনা অভিমুখে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। পরে সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা মোমিনপুর রেল স্টেশন ছাড়ার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে ট্রেন যাত্রীদের।
পরে কোটচাঁদপুর থেকে বিকল্প ইঞ্জিন পৌঁছালে সাগরদাঁড়ি ট্রেনটি ১১টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়।
চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, বিকল ইঞ্জিনটা চুয়াডাঙ্গা রেলস্টেশনে রাখা আছে। ইঞ্জিনটি মেরামতের জন্য রকেট মেইল ট্রেনে সংযুক্ত করে ঈশ্বরদী পাঠানো হবে বলে জানান তিনি।