
বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির কার্য নির্বাহী সদস্য ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কুসুম্বী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম পান্না ও শেরপুর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ এর ইসলামী শাষনতন্ত্র আন্দোলনে যোগদান করেছেন।
রবিবার (০৫ মে) রাত্রী ১১ ঘটিকার দিকে উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের মহিপুর মাঠে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর ফয়জুল করিমের উপস্থিতিতে শাহ আলম পান্না ও আব্দুল আজিজ ইসলামী শাষনতন্ত্র আন্দোলনে যোগদান করেন। শেরপুর উপজেলা ইসলামী শাষনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা মোকাম্মেল হোসেন ওসমানী জানান, বার বার নির্বাচিত চেয়ারম্যান শাহ আলম পান্না ও একটা দলের পরিচিত মুখ আব্দুল আজিজ এর যোগদান ইসলামী আন্দোলনকে আরো শক্তিশালী করবে।
আলহাজ্ব শাহ আলম পান্না বলেন, আসলে বয়স হয়ে গেছে, ইসলামের পথেই থাকা প্রয়োজন। এ জন্যই ইসলামী শাষনতন্ত্র আন্দোলনে যোগ দেওয়া।
আব্দুল আজিজ বলেন, চরমোনাই দল আগে থেকেই আমি ভালবাসতাম। বিএনপির কোনো দোষক্রটি নয়, চরমোনাইকে ভালোবেসেই যোগদান করেছি।
এ ব্যাপারে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, শাহ আলম পান্নার মত লোকেরা সারাজীবন বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে প্রতিষ্ঠিত হয়। এরা প্রকৃত দল কখনও করেনি। বিএনপি থেকে এসব লোক চলে গেলেই দলের জন্য ভালো।
বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান হারেজ বলেন, যারা সক্রীয় দল করেনা, তারা দল থেকে চলে গেলে দলের কোন ক্ষতি হবে না।
পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু বলেন, বিএনপি একটা বড় দল , বিএনপির অনেক নেতাকর্মী আছে। দু একজন লোকের জন্য বিএনপির কোনো ক্ষতি হবে না।