
দিনাজপুরের বীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়ালে পুষ্পস্তবক অর্পণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হুসাইন বিপু ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ মে) বিকেলে বীরগঞ্জের বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বঙ্গবন্ধুর মুড়ালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরিয়াদ সাঈদ সরকার, দিনাজপুর জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপ্লব, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিপঙ্কর রাহা বাপ্পি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান রুবেল, বাংলাদেশ ছাত্রলীগ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাজেদুর রহমান অন্তু, সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
এ সময় নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হুসাইন বিপু বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করব এবং বীরগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।