কোটি টাকার বিল বকেয়ায় বিদ্যুৎহীন কুষ্টিয়ার পৌরসভা ভবন

জেলা প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪ । ১০:৩১ পূর্বাহ্ণ

প্রায় এক কোটি টাকা বকেয়া বিদ‌্যুৎ বিল পরিশোধ না করায় কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা কার্যালয়ের মূল ভবনের বিদ‌্যুৎ সং‌যোগ বি‌চ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরের দিকে কুমারখালী ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কর্তৃপক্ষ পৌর ভব‌নের বিদ‌্যুৎ সং‌যোগ বি‌চ্ছিন্ন করে দেয়।

ওজোপাডিকো কুমারখালী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নুর ইসলাম রুবেল এবং কুমারখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুর রহমান এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

তারা জানান, পৌরসভার বি‌ভিন্ন খাতে প্রায় এক কোটি টাকা বিদ‌্যুৎ বিল বকেয়া রয়েছে। বারবার তা‌গিদ দেওয়ার পরও পৌর কর্তৃপক্ষ বকেয়া বিল পরিশোধ করেনি। এ অবস্থায় পৌর ভবনের বিদ‌্যুৎ সং‌যোগ বি‌চ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। এতে ভোগান্তিতে পড়েছে পৌর কর্তৃপক্ষ।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওজোপাডিকো’র এক কর্মকর্তা বলেন, কুমারখালী পৌরসভায় প্রায় এক কো‌টি টাকা বিল বকেয়া রয়েছে। বারবার তা‌গিদ দিলেও পৌর কর্তৃপক্ষ বিল পরিশোধ কর‌ছিল না।‌ এ অবস্থায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পৌর ভবনের বিদ‌্যুৎ সংযোগ বি‌চ্ছিন্ন করা হয়েছে। তারা বিল পরিশোধ করলে পুনরায় সং‌যোগ দেওয়া হবে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলেন, বকেয়া বিলগুলো ২০১০ সাল থেকে ২০২১ সালের, বর্তমানে প্রিপেইড সিস্টেমের আওতায় পৌরসভার বিদ্যুৎ সংযোগ। আগের বকেয়া বিলের অনেক বিল পরিশোধ করা হয়েছে। পা‌নির বিলসহ পৌরবাসী বি‌ভিন্ন সেবা খাতের বিল নিয়‌মিত পরিশোধ করছে না। রাজস্ব সংকটে পৌরসভার বিদ‌্যুৎ বিল বকেয়া পড়েছে। দ্রুত বিদ‌্যুৎ বিল পরিশোধ করে সং‌যোগ চালুর ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ভোগান্তিতে পড়েছে পৌর কর্তৃপক্ষ ও পৌরবাসী।

এ বিষয়ে কথা বলার জন্য কুমারখালী পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন