বীরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ জুন, ২০২৪ । ১১:৩০ পূর্বাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই স্লোগানে এবং অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির কারণ বিষয়ে বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বির্তক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো. আবু সামা মিঞা। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার দুর্নীতি কমিশনের সহকারি পরিচালক মো. বুলবুল আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম আজাদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও উত্তরের কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক সাংবাদিক মাহাবুর রহমান আংগুর, বীরগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতায় দুই গ্রুপে ৬ জন বিজয়ী ও বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ বিজয়ী দলের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. মোসলেম উদ্দীন, সদস্য মো. জাহাঙ্গীর আলম, তাপসী রানী দেবী, মো. এমদাদুল হক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার ৭টি বিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় ও চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বির্তক প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দল অংশগ্রহণ করে। চুড়ান্ত পর্বে বির্তকের বিষয় ছিল “অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”। এতে ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বিপক্ষে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন