ক্ষমা চাইলেন অধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ । ২:১০ অপরাহ্ণ

বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছিল টাইগারদের। তবে এরপরও শেষ চারে যাওয়ার আরও একটু সুযোগ এসেছিল নাজমুল শান্তর দলের। আজ আফগানিস্তানকে ১২.১ ওভারের মধ্যে হারাতে পারলেই সেমিফাইনালে ওঠতো বাংলাদেশ। তবে এ সুযোগ কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল, উল্টো হেরেই গিয়েছে আফগানদের কাছে। এরপর সংবাদ সম্মেলনে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক শান্ত।

১২.১ ওভারের মধ্যে ১১৬ রান করার লক্ষ্যে নেমে দ্রুত কয়েকটি উইকেট হারালেও শেষ পর্যন্ত জয়ের সম্ভাবনা ছিল টাইগারদের। এক পর্যায়ে ১৯ বলে ৪৩ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। তখন ক্রিজে লিটন দাসের সঙ্গী ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

 

এমন অবস্থায় দশম ওভারে নূর আহমেদের প্রথম তিনটি বলই ডট খেলেন রিয়াদ। চতুর্থ বলে একটি চার মারলেও পরের দুইটি বলও ডট খেলেন রিয়াদ। ফলে জয়ের জন্য বাংলাদেশের সমীকরণ নেমে আসে ১৩ বলে ৩৯ রানে। এরপরের ওভারে রশিদ খানের বলে আউট হন রিয়াদ, ফেরার আগে করেন ৯ বলে ৬ রান। একই ওভারে রিশাদও আউট হন। রশিদের সেই ওভার থেকে এসেছে কেবল ৩ রান।

এভাবেই সেমিফাইনালে ওঠার সুযোগ হারায় বাংলাদেশ। এদিকে শেষ চারে যাওয়ার সুযোগ হারানোর পর ম্যাচটি জিততেও পারেনি বাংলাদেশ। হারের পর নিজেদের পরিকল্পনা এবং বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত।

এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। শান্ত বলেন, বিশ্বকাপের পুরো যাত্রা সম্পর্কে বলব, আমরা দল হিসেবে বাংলাদেশের সব সমর্থককে হতাশ করেছি। যারা আমাদের খেলা অনুসরণ করেন, সবসময় অনুসরণ করেন তাদের লেট ডাউন করেছি। আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি।’

ব্যাটিং ব্যর্থতার কথা জানিয়ে শান্ত বলেন, ‘আমরা ব্যাটিং গ্রুপ হিসেবে দেশের মানুষকে ভালো কিছু দিতে পারিনি। এটার জন্য আমরা দুঃখিত। সামনের দিকে আমাদের এটাই চেষ্টা থাকবে, কীভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি।’

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন