মাইনাসে আছি, আমরাও হতাশ : তাসকিন

খেলাধুলা প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ জুন, ২০২৪ । ১২:১১ অপরাহ্ণ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা শেষে আজ শুক্রবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। সকাল নয়টার পর হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে টাইগাররা। দেশে ফিরে বিমান বন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন আহমেদ।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক বলছিলেন, ‘আমরা তো মাইনাসেই আছি। প্লাস করতে হবে। প্রথমবার আমরা সুপার এইট খেললাম, পজিটিভ দিক আছে, আবার নেগেটিভ দিকও আছে। নেতিবাচক দিকটাই বেশি। প্রত্যাশা না মেটানোতে সবাই হতাশ। প্রত্যাশা অনুযায়ী আমরা ফল পাইনি। তাই আমরাও সবমিলিয়ে হতাশ।’

পুরো টুর্নামেন্টজুড়েই দলের বোলাররা ছিলেন দুর্দান্ত, অন্যদিকে উল্টো চিত্র ব্যাটারদের ক্ষেত্রে। ব্যাটারদের এমন ব্যর্থতার কারণ হিসেবে তাসকিন বলেন, ‘আমার ১০ বছরের ক্যারিয়ারে আমিও কখনো এত লম্বা সময় ব্যাটিংয়ে ব্যর্থতা দেখিনি। আশা করি খুব দ্রুতই কাটিয়ে উঠবে।’

বিশ্বকাপ শেষে টাইগাররা লম্বা সময়ের জন্যই ছুটি পাচ্ছে। সপ্তাহদুয়েকের ছুটি শেষে চলমান টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার কথা তাদের। জাতীয় দলের বিদেশি সব কোচরা ঢাকায় না আসা পর্যন্ত সেখানেই আসন্ন টেস্ট সূচির জন্য প্রস্তুতি গ্রহণ করবেন খেলোয়াড়েরা।
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন