২৪৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ । ১২:৪২ অপরাহ্ণ

ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে ২৪৭ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

সোমবার (১ জুলাই) বিকেলে র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৪ এর একটি দল আশুলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শাহাব উদ্দিন সরদার (৬৫) ও তপন সরদার (২৭)।

র্যাব-৪ জানায়, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন