কলম্বিয়ার বিপক্ষে জিততে না পেরে রেফারিকে দুষছেন ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ জুলাই, ২০২৪ । ১:৩৮ অপরাহ্ণ

এবারের কোপা আমেরিকার আসরে আর্জেন্টিনা যেখানে রীতিমত উড়ছে সেখানে ব্রাজিল যেন আছে নিজেরদের ছায়া হয়ে। গ্রুপ পর্বে নিজেরদের প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছিল দরিভাল জুনিয়রের শিষ্যরা। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে আজ কলম্বিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না সেলেসাওদের। তবে সে লক্ষ্য পূরণ করতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়ররা।

আজ কলম্বিয়াকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামাকে পেত ব্রাজিল। তবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে দরিভালের শিষ্যরা। ফলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পরের রাউন্ডে শক্তিশালি উরুগুয়ের বিপক্ষে খেলতে হবে সেলেসাওদের।

শুধু তাই নয়, কলম্বিয়ার বিপক্ষে ড্র করার পাশাপাশি আরও একটি দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ৭ মিনিটের মাথায়ই হামেস রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড পেয়েছেন ভিনিসিয়সু জুনিয়র, এর আগে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ফলে টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি।

এদিকে কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি ড্র করার পর রেফারিকে দোষ দিয়েছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে কলম্বিয়ার ডি বক্সে পড়ে গিয়েছিলেন ভিনিসিয়ুস। কিন্তু রেফারি তাদের পেনাল্টি দেয়নি জানিয়ে দরিভাল বলেন, ‘সেই (ভিনির ফাউল) মুহূর্তে ব্যবধান ২-০ হতে পারত। এরপরই আমরা গোল হজম করেছি। আমার মতে, এটাই পার্থক্য গড়ে দিয়েছে। স্টেডিয়ামে শুধু সে (রেফারি জেসুস ভালেনজুয়েলা) এবং ভিএআর দলই টের পায়নি যে ওটা পেনাল্টি ছিল। এতে ব্রাজিলের ক্ষতি হয়েছে। আমাদের বাস্তববাদী হতে হবে। ঘটনাটা ঘটেছে, কেউ বানায়নি। স্কোরের পার্থক্য বাড়লে ম্যাচের গতিও অন্য রকম হতো।’

এদিকে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ উরুগুয়ে হলেও তা নিয়ে দুশ্চিন্তা করার সুযগ নেই বলেই জানিয়েছেন কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে একমাত্র গোল করা রাফিনিয়া। বার্সেলোনার হয়ে খেলা এই ফুটবলার বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে প্রত্যাশিত ফলটা আমরা পাইনি। যে অবস্থানে থেকে আমরা কোয়ার্টার ফাইনালে উঠতে চেয়েছিলাম, সেটাও হয়নি। কিন্তু চ্যাম্পিয়ন হতে চাইলে পরের রাউন্ডে প্রতিপক্ষ কে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়া অনুচিত। যে কারও বিপক্ষে খেলার প্রস্তুতি থাকতে হবে আমাদের। চ্যাম্পিয়ন হতে চাইলে নিজেদের সেরাটা খেলার প্রস্তুতিই থাকতে হবে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন