দাবি না মানা পর্যন্ত ক্লাসে ফিরবেন না শিক্ষকরা

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ৩ জুলাই, ২০২৪ । ১:৫২ অপরাহ্ণ

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাবি মানলে ক্লাসে ফিরবেন বলে জানিয়েছেন।

বুধবার (৩ জুলাই) তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি পালনের সময় সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া।

এক প্রশ্নের জবাবে বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের মহাসচিব বলেন, ‘দাবি মেনে নেওয়ার বিষয়ে আমরা আশাবাদী’।

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আগামীকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর বৈঠক হবে। সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠকে দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন চলবে কি না এমন প্রশ্নের জবাবে নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘আমরা আশাবাদী আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। যেহেতু মন্ত্রী ওবায়দুল কাদের আমাদের সঙ্গে বসতে চেয়েছেন, তার আজকে বসার কথা ছিল কিন্তু সাভারে প্রোগ্রাম থাকায় তিনি আগামীকাল বৈঠক করার কথা জানান।’

ক্লাস-পরীক্ষা না হওয়ায় অনেক শিক্ষার্থী বাড়িতে অবস্থান করছেন। আবার অনেকে বাড়ি থেকেই আসেননি। ক্লাস পরীক্ষা শুরু হলে তাদের একদিনের নোটিশে ক্লাস বা পরীক্ষায় বসতে হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের। আমরা এবং শিক্ষার্থীরা মিলে এ বিশ্ববিদ্যালয়। সুতরাং তাদের সুবিধা অসুবিধার কথা আমরা চিন্তা করব। অবশ্যই একদিনের নোটিশে তাদেরকে ফিরতে হবে না। সময় দিয়ে তাদেরকে ক্লাস এবং পরীক্ষায় নিয়ে যাওয়া হবে।’

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন