কমার্স কলেজের শিক্ষার্থীর হাতে সহপাঠী খুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৬ জুলাই, ২০২৪ । ১১:১১ অপরাহ্ণ

রাজধানীর ঢাকা কমার্স কলেজের এক শিক্ষার্থীর হাতে সহপাঠী খুনের ঘটনা ঘটেছে। নিহত ছাত্রের নাম জুবায়ের। তিনি কলেজটির একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

শনিবার (০৬ জুলাই) সন্ধ্যায় মিরপুরে কমার্স কলেজের পাশে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান।

তিনি জানান, কলেজ থেকে দুই শিক্ষার্থীর মধ্যে আগে থেকে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে জুবায়েরকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী রাজিন চৌধুরী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

ওসি আরও জানান, জুবায়েরকে হত্যায় জড়িত রাজিন চৌধুরীর বাবার নাম ইকবাল চৌধুরী। তিনি পেশায় একজন আইনজীবী। রাজিনের মা ঢাকার বাইরের একটি কলেজের শিক্ষিকা।

ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ আবু মাসুদ গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনা জানার পর সেই শিক্ষার্থীর বাড়িতে শিক্ষকদের পাঠানে হয়েছে। তবে তারাও হত্যার কারণ সম্পর্কে জানতে চেষ্টা করছেন।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন