নীলফামারী জেলার পুলিশ সুপার গোলাম সবুর বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৬ জুলাই, ২০২৪ । ১১:৩২ অপরাহ্ণ

নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে ”নীলফামারী ছাত্র সংঘ”-এর পক্ষ থেকে নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ গোলাম সবুর (পিপিএম সেবা) কে বদলি জনিত সম্মাননা স্বারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নীলফামারী জেলায় থাকাকালীন  নীলফামারী ছাত্র সংঘ (সংসদ)কে সার্বক্ষণিক সময় দিয়েছেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেছেন বলে জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উক্ত সংগঠনের সদস্যরা।

সংগঠনের সদস্যরা বলেন, এই বদলি জনিত বিদায়ে নীলফামারী জেলার সকল মানুষের পাশাপাশি, নীলফামারী ছাত্র সংঘ(সংসদ) পরিবারও অত্যন্ত ব্যাথিত।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী ছাত্র সংঘ (সংসদ) এর সভাপতি  এইচপি ঋষিকেশ রায়, সহ-সভাপতি আরিফ ইসলাম, সাধারণ সম্পাদক  মোঃ আপন ইসলাম, যুগ্ম সাঃ সম্পাদক রাশেদুজ্জামান জিহাদ ও কোষাধ্যক্ষ মোঃ আরাফাত হোসেন।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন