হুইল চেয়ার পেয়ে খুশি ২৫ বছর বয়সী নুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ৭ জুলাই, ২০২৪ । ৬:১৪ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জে অসহায় শারীরিক প্রতিবন্ধী নুরি আক্তার (২৫) কে একটি হুইল চেয়ার উপহার দিয়েছেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ।

রবিবার (৭ জুলাই ২০২৪) সকালে নুরি আক্তারের বাড়িতে গিয়ে জেলা প্রশাসকের পক্ষে হুইল চেয়ারটি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী।

নুরি আক্তার উপজেলার মোহনপুর ইউনিয়নের বড়করিমপুর গ্রামের মো. নজু মিয়ার মেয়ে। নুরি আক্তার জানায়, প্রতিবন্ধী হওয়ার কারণে চলাফেরা করতে খুবই সমস্যায় পড়তে হয়।

এ কারণে একটি হুইল চেয়ারের কথা অনেক মানুষকে বলেছি। কিন্তু কেউই সহযোগিতা করেনি। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসায় তিনি একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন। এতে আমি ও আমার পরিবার খুব খুশি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, চেয়ারম্যান মো. শাহীনুর ইসলাম চৌধুরী, গণমাধ্যমকর্মী মো. জাকির হোসেন প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন