সুনামগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে শোভাযাত্রা

জেলা প্রতিবেদক, সুনামগঞ্জ
প্রকাশের সময়: সোমবার, ৮ জুলাই, ২০২৪ । ৯:৪৬ পূর্বাহ্ণ

প্রতিবছর চন্দ্র আষাঢের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৪টায় সুনামগঞ্জ জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শহরের জগন্নাথ মন্দিরের সামনে থেকে কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের মধ্যবাজার,পশ্চিমবাজার,ট্রাফিক পয়েন্ট,পূর্ব নতুনপাড়া,পশ্চিম নতুনপাড়া হয়ে আবারো জগন্নাথ মন্দিরের সামনে এসে শেষ হয় । এতে হাজারো সনাতন ধর্মবালম্বী ভক্তের পদচারনায় মুখরিত হয়ে উঠে রথযাত্রা অনুষ্ঠান।

অনেক ভক্তরা রশি টানাটানিতে অংশগ্রহন করেন। শোভাযাত্রায় অংশ নেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদ, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,শিক্ষাবিদ যোগেশ্ব দাস, ,জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিজয় তালুকদার বিজু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায়,সাধারন সম্পাদক বিমল বণিক, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ প্রমুখ।

হিন্দু সম্প্রদায়ের মানুষের বিশ্বাস জগন্নাথদেব হলেন,জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর। জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ^র। জীবরুপে জগন্নাথকে জন্ম নিতে হয় না। তাই এই বিশ্বাস রেখেই  রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন হিন্দু সম্প্রদায়ের অগণিত ভক্তবৃন্দরা।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন