
খুলনায় এবার খুন হলেন খুলনা নগরীর ২৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আল-আমিন (৪৫)।
সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টায় নগরীর পূর্ব বানিয়াখামার লোহারগেট এলাকায় তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আল-আমিনের নামে খুলনা সদর থানায় হত্যা, মাদকসহ ১০টি মামলা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর শেখের ছেলে আল-আমিন (৪৫) রাত ৯টার দিকে ওই এলাকার মুন্নার গ্যারেজে আসেন। তখন কয়েকজন দুর্বৃত্ত তাকে চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ওসি কামাল হোসেন বলেন, আল-আমিন স্থানীয় মুন্নার গ্যারেজে এসে বসামাত্র দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার দুই পায়ের হাঁটু ও বাম হাতের আঙুলে জখমের চিহ্ন রয়েছে। নিহত আল-আমিনের বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ ১০টি মামলা রয়েছে। কিছুদিন আগে তাকে মাদক মামলায় খুলনা সদর থানা পুলিশ গ্রেপ্তার করে।
এর আগে শনিবার (৬ জুলাই) রাতে খুলনায় ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউপি চেয়ারমৗান রবিউল ইসলাম রবিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।