
দিনাজপুরের খানসামায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার পাকেরহাটে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে ফুটবল খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরী, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ এবং খেলোয়াড়গণ।