কাহারোলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

রশিদুল ইসলাম
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ । ১১:২১ পূর্বাহ্ণ

দিনাজপুরের কাহারোল উপজেলায় ১০ জুলাই বুধবার বিকাল ৩টার সময় উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে বালক অনূর্ধ্ব (১৭) বালিকা অনূর্ধ্ব (১৭) কাহারোল রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন দিনাজপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ বোরহান উদ্দীন, কাহারোল উপজেলা শিক্ষা অফিসার মোঃ জিন্নাত আলী, বাংলাদেশ আওয়ামীলীগ কাহারোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ বাবু, ৪ নং ইউপি চেয়ারম্যান আসম মনোয়ারুজ্জামান সহ ৬টি ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন