কেক কেটে উত্তরের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ । ১:৪৪ পূর্বাহ্ণ

দেশের সেরা অনলাইন নিউজ পোর্টাল উত্তরের কণ্ঠের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে বীরগঞ্জ পৌরসভা মিলনায়তনে আয়োজন করা হয়েছে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান। সবার মাঝে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। বিভিন্ন বিভাগ সেজেছে রঙিন সাজে।

সকালে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন উত্তরের কণ্ঠ পত্রিকার সম্পাদক মাহাবুর রহমান আংগুর। এসময় প্রতিষ্ঠানটির সব বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর অনুষ্ঠিত হয় কর্মীদের ফটোসেশন। প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল থেকে উত্তরের কণ্ঠকে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সকাল ১১টার দিকে শুভেচ্ছা জানাতে আসেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন। তারা উত্তরের কণ্ঠের কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর আরও সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা। উত্তরের কণ্ঠের সম্পাদক মাহাবুর রহমান আংগুর সবাইকে ধন্যবাদ জানান।

‘উত্তরবঙ্গের আত্মার আত্মীয়’— এ স্লোগানকে ধারণ করে ২০২৩ সালের ১৫ আগষ্ট যাত্রা শুরু করে উত্তরের কণ্ঠ। এক বছর ঘুরে আজ ফের সেই দিন এসেছে। সফল অগ্রযাত্রার এক বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে প্রতিষ্ঠানটি।

যাত্রার শুরু থেকে কঠিন পথ পাড়ি দিয়ে দৃপ্ত শপথে এগিয়ে চলেছে উত্তরের কণ্ঠ। মাত্র এক বছরেই দেশের শীর্ষ ও আস্থাভাজন অনলাইন গণমাধ্যম হয়ে ওঠার স্বীকৃতি পেয়েছে নিউজ পোর্টালটি।

দিনরাত এক করে পরিশ্রম করে যাচ্ছেন তাদের অনেকেই। ২০২৩ সালের ১৫ আগষ্ট যাত্রা শুরু করে উত্তরের কণ্ঠ। এ নিউজ পোর্টালের প্রত্যয়ী যাত্রার শুভ উদ্বোধন করেন বীরগঞ্জ পৌরসভার মেয়র ও উত্তরের কণ্ঠ পত্রিকার উপদেষ্টা মোশারফ হোসেন।

পরিকল্পনা, উদ্যম আর নিত্য-নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলেছে উত্তরের কণ্ঠ। প্রতিষ্ঠানটির মূল চালিকা শক্তি এর তরুণ ও উদ্যমী সংবাদকর্মীরা। সবার আগে, সর্বশেষ সংবাদ ও সত্য ঘটনা তুলে আনতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন