বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নুরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ । ১১:০৩ অপরাহ্ণ

সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি (নুরুল ইসলাম) দলকে সুসংবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম হবেন বলে দল আশা করছে।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করা হলে তা জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়ে দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের থেকে পদ হারান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাকে দলের নির্বাহী কমিটির সদস্য করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন