হবিগঞ্জের পুলিশ সুপার সহ ১১ বিসিএস (পুলিশ) কর্মকর্তার রদবদল

জেলা প্রতিবেদক, হবিগঞ্জ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ । ৬:৩২ অপরাহ্ণ

হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ আক্তার হুসেনসহ দেশের ১১জন বিসিএস(পুলিশ) কর্মকর্তার রদবদল এর প্রঞ্জাপন জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সূত্রে জানাযায়, বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে ২১ আগষ্ট রোজ(বুধবার)২০২৪ইং এই প্রঞ্জাপন জারি করা হয়।

নং-৪৪.০০.০০০০.০৯৪.১৯.০০১.১৯-১২৭ স্মারকে রাষ্ট্র্রপতির আদেশক্রমে উপসচিব মোঃমাহাবুর রহমান শেখ সাক্ষরিত ১১জন বিসিএস(পুলিশ) কর্মকর্তাগনদেরকে বর্নিত পদ ও কর্মস্হলে বদলি/পদায়ন এর আদেশ জারি করা হয়েছে।

উক্ত ১১জন বিসিএস(পুলিশ) কর্মকর্তাদের মধ্যে সিলেট মহানগরী উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোঃ আজবাহার আলী শেখকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয় ও হবিগঞ্জের পুলিশ সুপার মোঃআক্তার হুসেনকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসাবে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য,গত বছরের ১১ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ(ডিএমপির) উপ-কমিশনার মোঃ আক্তার হুসেনকে নির্বাচন(ইসি)নির্দেশে হবিগঞ্জ পুলিশ সুপার হিসাবে নিযুক্ত করা হয়। তারপর থেকে চলতি বছরের ৮মাস ধরে হবিগঞ্জ জেলাবাসীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাইকে নিয়ে সেবা দিয়ে আসছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন