
দিনাজপুরের বীরগঞ্জে চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গাক চক্ষু হাসপাতালের আয়োজনে শনিবার দিনব্যাপী বীরগঞ্জ মহিলা কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে একদল চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় এক শতাধিক চক্ষু রোগী চিকিৎসা নেন।
চোখের চিকিৎসা নিতে আসা রোগী মনি সাহা (৪৬) জানান, আমার আগে থেকেই চোখের সমস্যা ছিল বিভিন্ন ব্যস্ততার কারণে বাইরে যাওয়াও তেমন সম্ভব ছিল না আজ বাড়ির কাছেই বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে তাই ডাক্তার দেখাতে আসলাম আমাকে কিছু ঔষধ লিখে দিয়েছে এবং ডাক্তারের ব্যবহার ও পরামর্শ খুব ভালো লাগলো।
এই ক্যাম্পের আয়োজকদের কাছে জানতে চাইলে তারা জানান, আজকের এই ক্যাম্পে সকল রোগীদের সেবা দেওয়া হচ্ছে আমাদের পক্ষ হতে বিনামূল্যে ডাক্তারকে চোখ দেখানো এবং বাকি মেডিসিন ও চশমা স্বল্পমূল্যে কিনে নিতে হবে। আর চোখের জটিল সমস্যা হলে ডাক্তার দেখার পর যদি দেখে চোখে সমস্যা আছে সে ক্ষেত্রে অল্প মূলে আমরা একটা প্যাকেজ নির্ধারণ করে দিয়েছি এই টাকায় একটা রোগীর অপারেশন করতে থাকা খাওয়া থেকে শুরু করতে ঔষধপত্র যা লাগে আমরা দিয়ে থাকি শুধু ক্যাম্পের রোগীদের জন্য। এই ক্যাম্পে রোগীর সাড়া ভালো তবে যে কয়েকজন রোগী পাওয়া গেছে অধিকাংশই রোগী নিম্ন আয়ের দারিদ্র্য, টাকা পয়সার অভাব আমরা যদিও প্যাকেজ অল্প পরিমানে ধরেছি ঐ টাকাও ম্যানেজ করার মত অবস্থা তাদের নেই সে ক্ষেত্রে আমরা ঠিকানা ও কাগজপত্র দিয়ে যাচ্ছি পরবর্তী আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব ধরনের সুযোগ সুবিধা দিব।
উত্তরের কণ্ঠ /এ,এস