খানসামায় বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে আহত চবি শিক্ষার্থীর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ । ১:০২ অপরাহ্ণ

বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে আহত চবি শিক্ষার্থীর মৃত্যু বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আহতদের মধ্যে ফাহিম আহমেদ পলাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নেয়া হয় ঢাকা সিএমএইচ হাসপাতালে।
আহত হওয়ার আট দিনের মাথায় আজ বুধবার সকাল সাড়ে ৭টার ঢাকা সিএমএইচ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফাহিম। ফাহিম আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নে মুন্সিপাড়ার রাজমিস্ত্রী আক্কাস আলীর ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফাহিম সক্রিয় ভূমিকা পালন করেছে। ফাহিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর জেলা ছাত্রবান্ধন কমিটির সভাপতি ছিলেন।
এর আগে ২৭ আগস্ট ভোরে শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় মিরসরাইয়ের জোরারগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পলাশ। চিকিৎসকরা জানান, আহত অবস্থায় পলাশের হিপবোন সহ পা ভেঙ্গে যায় আর শরীরের বেশ কয়েক জায়গায় ফ্রাকচার হয়৷
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বীরগঞ্জের পক্ষ থেকে ফাহমিদ, তপু, সজীব পলাশ ভাইয়ের জানাযায় অংশগ্রহন করেন।
উত্তরের কন্ঠ/এ,এস
প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন