বীরগঞ্জে ট্রাক্টরের চাপায় স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ । ২:৫৩ অপরাহ্ণ

প্রাইভেট শেষে বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর চাপায় আদিত্য রায় নামে স্কুলছাত্র নিহত হয়েছে।

আদিত্য রায় (১৩) বীরগঞ্জ উপজেলার নিষপাড়া ইউনিয়নের নখাপাড়া গ্রামের প্রেমানন্দ রায়ের ছেলে এবং কল্যাণী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় বীরগঞ্জ পৌর শহরের বীরগঞ্জ-খানসামা সড়কের ঢেপা নদী ব্রিজে এই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, বীরগঞ্জ পৌর শহরে প্রাইভেট শেষে বাইসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল আদিত্য রায়। পথে পৌর শহরের বীরগঞ্জ-খানসামা সড়কের ঢেপানদী ব্রিজে একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন