বীরগঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা দুইদিনের কর্মশালা অনুষ্ঠিত

উপজেলা প্রতিবেদক, বীরগঞ্জ
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ । ১০:২৪ পূর্বাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা ও প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে আশা শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষা সেবিকাদের দুইদিন ব্যাপী ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আশার শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র রায়ের সার্বিক দিক নির্দেশনায় বীরগঞ্জ উপজেলার আশা ঝাড়বাড়ী ব্রাঞ্চে প্রশিক্ষণের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ১৫ জন শিক্ষা সেবিকা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার  জনাব হোসনি মোবারক রুবেল।

অনুষ্ঠানে শিক্ষা সুপারভাইজার মো.মিনহাজুর রহমান(প্রিন্স) এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জনাব মো.অহিদুল ইসলাম, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সাইফুল ইসলাম। আশার নিজস্ব অর্থায়নে পরিচালিত এ শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে বেকারত্ব দূরীকরণে ও ঝরে পড়া শিক্ষার্থীধের রোধে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আশা শিক্ষা কর্মসূচি বিদ্যালয়ের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি পরিচালিত ব্রাঞ্চ ১০৫০ টি। শিক্ষা সুপারভাইজার ১০৫০ জন এবং শিক্ষা সেবিকা ১৫৬২২ জন ও মোট  ৪৮৫৬২৬ জন শিক্ষার্থী রয়েছে বলে বক্তারা জানান।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন