হিলিতে থেমে থেমে মুসলধারে বৃষ্টি, ভোগান্তিতে খেটে খাওয়া সাধারণ মানুষ

উপজেলা প্রতিবেদক, হিলি
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ । ১০:৩২ পূর্বাহ্ণ

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দিনাজপুরের হিলিতে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুর থেকে মুষলধারে বৃষ্টি নামতে থাকে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল,কলেজগামী ও খেটে খাওয়া দিনমজুরসহ সাধারণ মানুষ।

আজ বৃহস্পতিবার সকাল থেকেই হিলিতে পুরো আকাশ মেঘে ঢাকা রয়েছে,সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এরপর দুপুর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর ফলে অনেকেই গন্তব্যস্থলে পৌঁছতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে,কেউ কেউ ছাতা নিয়ে পায়ে হেঁটে,কাউকে বৃষ্টিতে ভিজেই গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। বৃষ্টিপাতের কারণে সড়কে মানুষের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। বুধবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত ছিল।

ভ্যানচালক দুলাল হোসেন ও দিনমজুর ফরহাদ জানান, আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে করে বৃষ্টির মধ্যে ভিজে ভ্যান চালাতে সমস্যা হচ্ছে। বৃষ্টির কারণে বাজারে মানুষের তেমন উপস্থিতি নেই, বৃষ্টিপাত হওয়াতে আমাদের আয় রোজগার কমে গেছে। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বৃষ্টির কারণে কাজে যেতে না পারায় বিপাকে পড়েছেন দিনমজুর শ্রমিকরা।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন