মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বীরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ । ৭:১৮ অপরাহ্ণ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের এক পুরোহিতের কটুক্তি এবং ওই কটুক্তিকে দেশটির এক বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৪) দুপুরে উপজেলার আইম্মায়ে মাসাজিদ, সর্বস্তরের তৌহিদি জনতা ও বীরগঞ্জ স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর আয়োজনে উপজেলার সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত থেকে উপজেলার কেন্দ্রীয় মসজদি হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চপ্তরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বীরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় মসজিদ এর খতিব মুফতি জাহিদুল ইসলাম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিশ্ব শান্তির দূত। তার অপমান কোনো মুসলিমই মেনে নেবে না। তাই দ্রুত সময়ের মধ্যে ওই পুরোহিত এবং বিজেপি নেতাকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে, না হয় সব মুসলিমরা লং মার্চ টু ভারত কর্মসূচি পালন করবে বলেও জানান।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন