শেরপুরে বজ্রপাতে নিহত -০২

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশের সময়: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ । ৮:২৩ অপরাহ্ণ

বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের জয়লা আলাদী গ্রামে বজ্রপাতে ০২ জন নিহত হয়েছে।

শনিবার ( ০৫ অক্টোবর) দুপুর ০২ ঘটিকার সময়  উপজেলার সুঘাট ইউনিয়নের অন্তর্গত জয়লা আলাদি (গড়ের বাড়ী) গ্রামস্থ বাঙালি নদী সংলগ্ন সেনাবাহিনীর বালু উত্তোলন এর ফাঁকা জায়গার উপর ফুটবল খেলাধুলা করার সময় বর্জ্যপাতে ০২ (দুই) জন ঘটনাস্থলে নিহত হয়েছে।

নিহতরা হয়েছেন ০২জন, তারা হলেন, সুঘাট ইউনিয়নের মোঃ মোলা বক্স এর ছেলে  মোঃ জাহিদ হাসান, (১৪),  এবং খানপুর ইউনিয়নের খানপুর গ্রামের মোঃ আবু তালেব এর ছেলে মোঃ মোরসালিন (১৭),ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বজ্রপাতে মোট ০৪জন  আহতরা হলেন, ১। মোঃ জাকারিয়া (১২), পিতা- মইনুদ্দিন, ২। মোঃ শিহাব (১৩), পিতা-আব্দুল সাত্তার, ৩। মোঃ রাসেল (১৬), পিতা- আশরাফ আলী,৪। মোঃ মিরাজুল, পিতা- আক্তার আলী, উভয় সাং- জয়লা আলদি, উভয় থানা- শেরপুর উভয় জেলা- বগুড়া সহ ৬/৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করে নিজ বসতবাড়ীতে চলে যায়।

উর্ধ্বতন কর্তৃপক্ষ সহিত আলোচনা সাপেক্ষে ভিকটিমের লাশ বিনা ময়না তদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন