ইট ভাটা মালিক ফিরোজ আলীর বিরুদ্ধে মানব বন্ধনের প্রতিবাদ

মোঃ নজরুল ইসলাম জাকি
প্রকাশের সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ । ৪:৩৭ অপরাহ্ণ

বগুড়ার শেরপুরের মির্জাপুর ইউনিয়নে রাকিব ব্রিক্স এর স্বত্তাধিকারী মোঃ ফিরোজ আলীর বিরুদ্ধে গত ২২ অক্টোবর মঙ্গলবার মানব বন্ধন করেছে এলাকার কিছু ব্যক্তি। সেই মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইট ভাটার স্বত্তাধীকারী মোঃ ফিরোজ আলী।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ৩ ঘটিকার সময় একটি লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, আমি রাকিব ব্রিক্স এর স্বত্তাধীকারী। আমার ইট ভাটার মধ্যে আমার কোবলাকৃত ২৫/২৬ বিঘা জমি এবং ৬-৭ বিঘা জমির মালিকদের নিকট থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত লিজ নিয়েছি। তম্মধ্যে মোঃ রফিকুল ইসলাম, মির্জাপুর , মোঃ আব্দুল লতিফ তরফদার -, মোঃ ইব্রাহিম আলী -, মোঃ লুৎফর আলী মির্জাপুর, মির্জাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এর পক্ষে ইজ্জত আলী ,  মির্জাপুর দক্ষিণ পাড়া দাখিল মাদ্রাসা আরমান , ফরিদ উদ্দিন/আবু তালেব, জামাল উদ্দিন, ইব্রাহিম আলী, আছমা বিবি সহ বিভিন্ন জমির মালিকগণের নিকট থেকে জমি লিজ গ্রহন করিয়াছি।

গত ২২ অক্টোবর মানব বন্ধনে যারা অংশ গ্রহন করেছিলেন তার মধ্যে শুধু মাত্র লুৎফর রহমান জমির মালিক ছিলেন। বাঁকি অন্যরা কেহই জমির মালিক ছিলো না। দুঃখের বিষয় লুৎফর রহমান নিজে স্বাক্ষর করে ১ লক্ষ ৬ হাজারের উপরে টাকা গ্রহন করেছেন।

আমি রাকিব ব্রিকস ইটা ভাটার স্বত্তাধীকারী ও শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসাবে আমার বিরুদ্ধে উক্ত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন