
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝানজিরা সমাজকল্যাণ সংস্থার (জেএসকেএস) আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় “দলিত ইয়ুথ ফর ডিগনিটি (ডিওয়াইডি)” প্রকল্পের আওতায় দলিত জনগোষ্ঠীর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টিতে জেলা পর্যায়ে সমন্বয় সভা আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
জেএসকেএস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক এটিএম নাজমুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোর্শেদ আলী খান, যুব উন্নয়ন দপ্তরের উপপরিচালক মো. রওনাকুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মো. খাদেমুল ইসলাম, এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলী, দলিত সম্প্রদায়ের নেতা অজয় কুমার হেলা, হরিবাসফর, অশোক বাসফর, মমতা রানী হেলা, জাতীয় মহিলা সংস্থার জেলা অফিসার নাজমুল আহসান ও এমবিএসকে’র মোর্শেদা পারভীন মলি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেএসকেএস’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মর্জিনা রুপা।
প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা বলেন, দলিত সম্প্রদায়কে অবহেলার চোখে না দেখে উন্নয়নের মূলস্রোতের সম্পৃক্ত করতে হবে। দলিত যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে। যাতে তারা সক্রিয় নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। সেই সাথে দলিত জনগোষ্ঠীর মর্যাদা প্রতিষ্ঠায় তারা প্রত্যেকে এক এক জন অনুঘটক হিসেবে কাজ করতে পারে সমাজে।
সভাপতির বক্তব্যে জেএসকেএস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল বলেন, দলিত সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে অনেক সমস্যা রয়েছে। আমরা এই প্রকল্পের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের নেতৃত্বের বিকাশ ঘটাচ্ছি।সকল ধরনের বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে ককার্যকর ভ‚মিকা তারা ইতিমধ্যে রাখতে শুরু করেছে। এছাড়া দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে এবং বৈচিত্রময় জীবিকার প্রবেশাধিকার বৃদ্ধি পেয়েছে। যার ফলে অন্যান্য জনগোষ্ঠীর মত দলিত জনগোষ্ঠীয় রাষ্ট্রীয় সেবা প্রাপ্তিতে সকল সুযোগ সুবিধা গ্রহণ করছে।