চিরিরবন্দরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

উপজেলা প্রতিবেদক, চিরিরবন্দর
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ । ১০:৫৮ অপরাহ্ণ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

গত সোমবার (১১ নভেম্বর) বিকেল পৌনে ৫ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম ভুট্টা, সরিষা শীতকালীন পেঁয়াজ ও অড়হড় ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক।

উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা শারমিনের সভাপতিত্বে এসময় উপজেলা প্রণি সম্পদ অফিসার মো. রায়হান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এসময় ২ হাজার ৭৪০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন