অনলাইনে পিৎজা অর্ডার করে বিড়ম্বনায় অঙ্কুশ

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ । ১২:০১ অপরাহ্ণ

অনলাইনে খাবার অর্ডার করে সমস্যায় পড়তে হয়েছে, এমন ঘটনা নতুন নয়। সাধারণদের পাশাপাশি তারকারাও এমন বিড়ম্বনার শিকার হয়েছেন। তাদের অনেকে সমস্যায় পড়ে অভিযোগও জানিয়েছেন।   

সম্প্রতি এমনই ঘটনা ঘটল ওপার বাংলার অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে। অনলাইনে পিৎজা অর্ডার করে বিড়ম্বনায় পড়েছেন অভিনেতা। মনের মতো জিনিস না পেয়ে সামাজিক মাধ্যমে এসে ক্ষোভ উগড়ে দিলেন তিনি।

এক পোস্টে অঙ্কুশ জানিয়েছেন, তিনি অনলাইনে ভলক্যানো পিৎজা অর্ডার করেছিলেন। পিৎজার ঠিক মাঝে থাকে চিজে ভরপুর সেই ভলক্যানো। কিন্তু পিৎজা হাতে পেয়ে বক্স খুলেই অঙ্কুশের চোখে যা পড়ল, তাতে চক্ষু চড়কগাছ অভিনেতার।

নামি পিৎজা প্রস্তুতকারক কোম্পানির থেকেই এই খাবার অর্ডার করেছিলেন অঙ্কুশ। তবে পিৎজা হাতে পেয়েই দেখেন, মাঝখানের আসল অংশ অর্থাৎ ভলক্যানোটাই নেই! আর তাতেই বিরক্ত হন অভিনেতা। সেই ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করে তিনি লিখেছেন, “বেহালার ব্রাঞ্চ থেকে পিৎজা অর্ডার করেছিলাম অনলাইন অ্যাপের মাধ্যমে, এটা পেলাম। মাঝখান থেকে ভলক্যানোটাই গায়েব।”

অভিনেতা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। প্রায়ই পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নানা কথা। অনলাইনে খাবার অর্ডার করে ফ্যাসাদে পড়েছেন, সেটিও অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন।

উল্লেখ্য, অঙ্কুশকে নিজের প্রযোজিত ‘মির্জা’ ছবিতে দেখা গেছে। এছাড়াও এসকে মুভিজের আগামী বেশকিছু ছবিতে দেখা যাবে অঙ্কুশকে।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন