টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন কিউই তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ । ১২:৪১ অপরাহ্ণ

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসারদের একজন টিম সাউদি। লম্বা ক্যারিয়ারে কিউইদের অর্জনের মুকুটে অনেক পালক যোগ হয়েছে তার হাত ধরে। ডানহাতি এই পেসার এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন।

চলতি মাসেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ইংলিশদের বিপক্ষে হ্যামিল্টন টেস্ট দিয়ে এই সংস্করণের ক্রিকেটে ইতি টানবেন সাউদি।

নিউজিল্যান্ডের হয়ে ১৮ বছর টেস্ট খেলাটা সাউদির কাছে গর্বের। অবসরের ঘোষণা দিয়ে এই পেসার বলেছেন, ‘বড় হয়েছি নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন নিয়ে। এরপর ব্ল্যাক ক্যাপসদের হয়ে ১৮টি বছর খেলে যাওয়া আমার জন্য বড় সম্মানের।’

‘তবে যে খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে, সেটা থেকে সরে যাওয়ার এখনই সঠিক সময়। আমার হৃদয়ে টেস্টের জন্য বিশেষ স্থান আছে।’-যোগ করেন তিনি।

২০০৮ সালের মার্চে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হয়েছিল সাউদির। এবার সেই ইংলিশদের বিপক্ষে ম্যাচ দিয়েই ইতি টানছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাদের বিপক্ষে এই লম্বা যাত্রার শুরুটা হয়েছিল, তাদের বিপক্ষেই এত বড় একটা সিরিজ এবং যে তিনটা মাঠ আমার কাছে অবিশ্বাস্য রকমের বিশেষ, সেখানে খেলতে পারাটা আমার ক্যারিয়ারের সমাপ্তির জন্য দারুণ মানানসই।’

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন