দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড গড়লেন জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ । ১১:৩১ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার ওপেনার টনি ডি জর্জিকে ফিরিয়ে টেস্টে নিজের শততম উইকেট শিকার করেন প্রবাথ জয়সুরিয়া। তাতেই গড়েন বিশ্ব রেকর্ড। বাঁহাতি বোলারদের মধ‍্যে তার চেয়ে কম ম‍্যাচে একশ উইকেট নিতে পারেননি আর কোনো বোলার।

ডারবান টেস্ট শুরুর আগে ১৬ ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল ৯৭। এই টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট শিকার করে সেঞ্চুরি আরো কাছে যান তিনি। এবার দ্বিতীয় ইনিংসে মাইলফলক ছুঁয়েছেন এই বাঁহাতি।

সাদা পোশাকের ক্রিকেটে বাঁহাতি বোলারদের মধ‍্যে সবচেয়ে কম ম্যাচে একশ উইকেট নেওয়ার রেকর্ড ছিল কলিন ব্লাইথের। ইংল‍্যান্ডের সাবেক এই ক্রিকেটার ১৯ ম‍্যাচে উইকেটের শতক পূরণ করেছিলেন। সেই রেকর্ড ভেঙে এবার ১৭ ম্যাচে সেঞ্চুরি ছুঁয়েছেন জয়াসুরিয়া।

টেস্টে সবমিলিয়ে জয়সুরিয়ার চেয়ে কম ম‍্যাচে একশ উইকেট নিতে পেরেছেন কেবল জর্জ লোম‍্যান। ইংল‍্যান্ডের ডানহাতি এই পেসার ১৮৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে মাইলফলক স্পর্শ করে এই রেকর্ড করেন। যাতে তার খেলতে হয়েছিল ১৬ টেস্ট।

সব ধরনের বোলারদের মধ্যে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম উইকেট-সেঞ্চুরি হল জয়সুরিয়ার। এই লঙ্কানের সমান ১৭ ম‍্যাচ লেগেছে চার্লস টার্নার, সিডনি বার্নস, ক্ল‍্যারি গ্রিমেট ও ইয়াসির শাহর।

প্রকাশক ও সম্পাদক : মাহাবুর রহমান আঙ্গুর কর্তৃক মাহাবুব মার্কেট, নিচ তলা (রুম-১৬), বীরগঞ্জ, দিনাজপুর থেকে প্রকাশিত ।
ফোন : +৮৮০৯৬৯৬৫৫৫৭৩৯, বিজ্ঞাপন : ০১৭১৬৫০৮৩১৪, ০১৭৮৩২৫৫৭৩৯, ই-মেইল : info@uttarerkantho.com.

প্রিন্ট করুন